ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ২৭ পদের ২১টিতে আ.লীগের বিজয়
আলোকিত প্রতিবেদক : ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ২১টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
শনিবার বারের প্রধান নির্বাচন কমিশনার শাহ আলম খান ফলাফল ঘোষণা করেন।
এতে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক পদে আইয়ুবুর রহমান বিজয়ী হন।
বিএনপি সমর্থিত প্রার্থীরা সিনিয়র সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ তিনটি এবং কার্যকরী সদস্য পদে তিনটিতে জয়ী হয়েছেন।
আ.লীগ সমর্থিত সম্পাদকীয় পদ : সহ-সভাপতি আবু বকর ফরহাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবদুস সালাম খান, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, গ্রন্থাগার সম্পাদক আলী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক লাকী আক্তার ফ্লোরা, দপ্তর সম্পাদক আবদুল হাই মামুন ও ক্রীড়া সম্পাদক বাহারুল আলম বাহার।
বিএনপি সমর্থিত সম্পাদকীয় পদ : সিনিয়র সহ-সভাপতি আফরোজা বেগম শেলী, কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিকী ও সমাজকল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম।