কাপাসিয়া কলেজ থেকে প্রভাষক আরিফ আউট

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজের খণ্ডকালীন শিক্ষক খলিলুর রহমান আরিফকে সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি বিতর্কিত অধ্যক্ষ মো. ছানাউল্লাহর সাথে যোগসাজশ করে গত ২০১৬ সালের ১৫ মে আইসিটি বিষয়ে প্রভাষক হিসেবে নিয়োগ পান।

তার স্নাতকে ফলাফল তৃতীয় শ্রেণি। আইসিটিতেও প্রাতিষ্ঠানিক কোন সনদ নেই।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগবিধি অনুযায়ী, খণ্ডকালীন শিক্ষক নিয়োগেও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বিষয়টির ওপর গত ২২ ফেব্রুয়ারি ‘কাপাসিয়া কলেজে অধ্যক্ষ ছানাউল্লাহর দুর্নীতির ডিগবাজি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

এ নিয়ে চলে ব্যাপক তোলপাড়। পরে অধ্যক্ষ সভা ডেকে শিক্ষক আরিফকে কলেজে আর না আসতে বলে দেন।

জানতে চাইলে সোমবার রাতে অধ্যক্ষ ছানাউল্লাহ আলোকিত নিউজকে বলেন, কোন সভা হয়নি। আরিফ সাহেব চলে যাবেন, আগেই আমাকে জানিয়েছেন।

একই সাথে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, কয় নম্বর সাংবাদিক হয়েছেন আপনি? চাকরিবিধি না জেনে নিউজ করেন? আপনি কলেজে আসেন।

আরও খবর