গাজীপুরে ভ্যানচালক হত্যায় ভ্যানচালকের যাবজ্জীবন
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে ভ্যানচালককে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।
নিহত অজয় চন্দ্র দাস টঙ্গীর সাতাইশ চৌরাস্তা এলাকার জাহানারা বেগমের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মানিক রাজবংশী (৪১) টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকার সন্তোষ রাজবংশীর ছেলে।
একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, মানিক নিহতের স্ত্রী হিরণ রানী দাসের খালাতো ভাই। তিনি ওই এলাকায় ভাড়া থেকে অজয়ের সাথে ভ্যান চালাতেন।
পারিবারিক বিরোধের জেরে ২০১৪ সালের ১২ মে সকালে তাকে বাসা থেকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয়।
দুদিন পর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজয় মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করলে টঙ্গী থানার এসআই মোস্তাফিজুর রহমান ফারুক চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে পিপি হারিছ উদ্দিন আহম্মদ ও আসামি পক্ষে ওয়াহিদুজ্জামান আকন তমিজ মামলাটি পরিচালনা করেন।