করোনার হানায় শীর্ষে যুক্তরাষ্ট্র : আক্রান্ত ৮৩ হাজার
ডেস্ক নিউজ : প্রাণঘাতী করোনা ভাইরাসে সর্বাধিক আক্রান্তের তালিকায় তিন নম্বরে ছিল যুক্তরাষ্ট্র।
কয়েক ঘণ্টার ব্যবধানে দেশটি চীন ও ইতালিকে ছাড়িয়ে এক নম্বরে ওঠে গেছে।
যুক্তরাষ্ট্রে এখন আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ১১৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে প্রায় ১৫ হাজার।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ১৭১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৯৮ জনে।
সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৮৬৪ জন। আক্রান্তদের প্রায় অর্ধেক নিউইয়র্কের।
এদিকে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে নতুন করে আক্রান্তের খবর পাওয়া যায়নি।
দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ২৮৫ জন। মৃতের সংখ্যা তিন হাজার ২৮৭ জন।
করোনা মহামারিতে মৃত্যুপুরী ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ২১৫ জনে।
দেশটিতে এক দিনে ছয় হাজার ১৫৩ জনসহ আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৮৯ জন।