ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে
ডেস্ক নিউজ : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন (৫৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার টুইটারে এক ভিডিও বার্তায় তিনি নিজেই আইসোলেশনে যাওয়ার কথা জানান।
এর আগে তার মধ্যে সামান্য উপসর্গ দেখা যাচ্ছিল। পরীক্ষা করার পর ফল পজিটিভ এসেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বরিস জনসন আইসোলেশনে থেকেই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
তার আগে ব্রিটেনের ৭১ বছর বয়সী প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।
দেশটিতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬৫৮ জন। তাদের মধ্যে মারা গেছে ৫৭৮ জন।