কাপাসিয়ার সেইফ লাইফে বিনামূল্যে চিকিৎসা সেবা
মাহাবুর রহমান, কাপাসিয়া : মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গরিব ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেইফ লাইফ ডায়াগনস্টিক সেন্টার।
শুক্রবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীরউজলী বাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির উদ্যোগে এ সেবা দেওয়া হয়।
সাবেক সিভিল সার্জন ডা. কমর উদ্দিন সকাল থেকে বিকেল পর্যন্ত ১০০ জন রোগীকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
সেইফ লাইফের চেয়ারম্যান আবুল কাশেম ও পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মানপূর্বক বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছি। জাতীয় দিবসগুলোতে এভাবেই সুবিধা বঞ্চিতদের সেবা দেওয়ার চেষ্টা করব।