গাজীপুরে বনভূমি দখল করে হাসান সরকারের বিনোদন!
আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের বিরুদ্ধে বনভূমি দখলের অভিযোগ রয়েছে।
জেলা সদরের বাঘের বাজার এলাকা থেকে পূর্ব দিকে তার মালিকানাধীন বিনোদন স্পট সাবা গার্ডেন অবস্থিত।
জাতীয় পার্টির সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি স্পটটির কাজ শুরু করেন। পরে বিএনপি সরকারের আমলে সম্পন্ন হয়।
সরেজমিনে জানা যায়, সাবা গার্ডেনের জমির পরিমাণ ৩৬ বিঘা। সাত বিঘা স্থানীয়দের কাছ থেকে কৌশলে নেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় বাড়িঘর।
এর মধ্যে ২ নং খতিয়ানভুক্ত সিএস ৩ নং দাগের ৩২ বিঘা বনের দাবি করে ২০১২ সালে মামলা করে বন বিভাগ। মামলা নম্বর ২১৭।
এ ছাড়া স্পটের ম্যানেজার মনির হোসেনের বিরুদ্ধে গাছ কাটার মামলা করে বিট অফিস। পরে জামিন নিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠান।
ম্যানেজার আলোকিত নিউজের কাছে দাবি করেন, তিনি গাছ কাটার সাথে জড়িত নন। আর দেওয়ানি মামলায় তাদের পক্ষে রায় হয়েছে।
এ ব্যাপারে ভবানীপুর বিট কর্মকর্তা নাসির উদ্দিন আলোকিত নিউজকে বলেন, আমরা রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছি। আপিল নম্বর ১০২/১৭।