শ্রীপুরে ৪ খুনে তরুণ গ্রেফতার, রক্তমাখা কাপড় উদ্ধার

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মূল হোতাকে গ্রেফতারের দাবি করেছে পিবিআই।

গ্রেফতারকৃত পারভেজ (২০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনাবাজার (আবদার) এলাকার কাজিম উদ্দিনের ছেলে।

জেলা পিবিআইয়ের পরিদর্শক হাফিজুর রহমান জানান, পারভেজকে রবিবার রাতে গ্রেফতার করা হয়। তার সাথে আরও কয়েকজন হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন।

সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে জানিয়ে তিনি বলেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে পারভেজ হত্যার কথা স্বীকার করেছেন। তার ঘর থেকে রক্তমাখা কাপড়, মাটিচাপা দেওয়া মোবাইল ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার জৈনাবাজার কলেজ মোড় এলাকায় মালয়েশিয়া প্রবাসী রেজোয়ান হোসেন কাজলের স্ত্রী ফাতেমা আক্তার স্মৃতি (৪০) ও তাদের তিন শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যা করা হয়।

সোমবার সকালে কাজলের বাবা ও মামলার বাদী আবুল হোসেন আলোকিত নিউজকে বলেন, পারভেজ তাদের প্রতিবেশী। তিনি ভন্ডামি করে বেড়াতেন।

আরও পড়ুন : শ্রীপুরে ৪ খুন : দেবর-ননদসহ আটক ৭

আরও খবর