গাজীপুরের সালনা বিটে ‘গাছ কাটা’ ধামাচাপার পাঁয়তারা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে সংরক্ষিত গজারি বন থেকে গাছ কাটার ঘটনা ধামাচাপা দেওয়ার পাঁয়তারা করছে রাজেন্দ্রপুর রেঞ্জের সালনা বিট অফিস।

নগরীর চতর বাজার এলাকার কুলুপাড়া থেকে গত ১৯ এপ্রিল এক পিকআপ গাছ উদ্ধার করা হয়।

সরেজমিনে জানা যায়, কুলুপাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে ইউনুস মিয়া বনের দালাল। তিনি বিট অফিসকে ম্যানেজ করে টাকার বিনিময়ে বনভূমিতে বাড়িঘর করে দিচ্ছেন।

করোনা দুর্যোগের সুযোগে ইউনুস পশ্চিম চতরের নিয়াজ উদ্দিনের বাড়ির পশ্চিম পাশের বন থেকে গাছ কেটে নিজের বাড়িতে মজুত করেন। পরে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ফরেস্ট ক্যাম্পের বনপ্রহরী দেলোয়ার হোসেন গাছগুলো উদ্ধার করেন।

দেলোয়ার হোসেন আলোকিত নিউজকে বলেন, আমি ১৩ পিস পেয়েছি। তা-ই এনে ক্যাম্পে রেখেছি।

ওয়াকিবহাল সূত্র জানায়, গাছের পিস আরও বেশি হওয়ার কথা। ইউনুসের সাথে রফাদফা হওয়ায় বিট অফিস মামলা দিচ্ছে না।

এ ব্যাপারে বিট কর্মকর্তা আবদুল মান্নানের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আইনগত ব্যবস্থা কী আপনার কাছে জিজ্ঞাসা করে নিতে হবে? এটা আমার অফিসিয়াল বিষয়।

কত পিস উদ্ধার করা হয়েছে-জানতে চাইলে তিনি বলেন, আপনাকে তথ্যটা দিয়েছে কে? আপনি এসে দেখে যান।

আরও খবর