রাশিয়া থেকে করোনার ৪০ লাখ টিকা আসছে
আলোকিত প্রতিবেদক : দেশে আগামী মে মাসের মধ্যে রাশিয়ার তৈরি করোনার স্পুটনিক টিকার ৪০ লাখ ডোজ আসবে।
মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, আপাতত ৪০ লাখ ডোজ পাওয়া যাবে। চীনের সিনোফার্মের বিষয়েও কাজ করছি।
এর আগে ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক সভায় রাশিয়ার টিকা স্পুটনিক-ভির জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।