কদরের রাতে কিছু গুরুত্বপূর্ণ আমল ও যা বর্জনীয়
আলোকিত প্রতিবেদক : পবিত্র লাইলাতুল কদর অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত। মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে এই রাতে উম্মতে মুহাম্মদির জন্য রয়েছে শ্রেষ্ঠ নিয়ামত।
লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে বান্দা গোনাহ মাফ ও আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ পায়।
হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, যে এই রাতকে সম্মান করবে, সে যেন পুরো কল্যাণকেই সম্মান করল। আর যে বঞ্চিত হল, সে যেন পুরো কল্যাণ থেকেই বঞ্চিত হল।
কিছু গুরুত্বপূর্ণ আমল :
১. গোসল করে পবিত্র হয়ে ইবাদতের জন্য প্রস্তুতি নেওয়া।
২. কোরআন তিলাওয়াত করা।
৩. বেশি বেশি জিকির-আসকার করা।
৪. বেশি বেশি দরুদ শরিফ পড়া।
৫. গোনাহের জন্য কান্নাকাটি ও মাফ চাওয়া।
৬. কাউকে কষ্ট দিয়ে থাকলে তার কাছে ক্ষমা চাওয়া।
৭. দুস্থদের বেশি বেশি দান-সদকা করা।
৮. মা-বাবা ও মুরব্বিদের কবর জিয়ারত করা।
৯. বেশি বেশি নফল নামাজ আদায় করা।
বর্জনীয় :
১. অবহেলা করে রাত কাটিয়ে না দেওয়া।
২. মানুষের প্রতি হিংসা-বিদ্বেষ না রাখা।
৩. আতশবাজি না ফোটানো।
৪. দল বেঁধে আড্ডাবাজি না করা।
৫. গোনাহের কাজ থেকে বিরত থাকা।
৬. ছোট-বড় সবার সাথে সুন্দর আচরণ করা।