গাজীপুর সিটিতে স্বতন্ত্র মেয়র প্রার্থী হলেন বিএনপি নেতার ছেলে রনি

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহ নূর ইসলাম রনি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি রিটার্নিং অফিসারের কার্যালয়ে কর্মী-সমর্থক নিয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

শাহ নূর ইসলাম রনি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারের ভাতিজা।

২০১৮ সালে জিসিসির দ্বিতীয় নির্বাচনে হাসান উদ্দিন সরকার আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমের কাছে পরাজিত হয়েছিলেন।

এবার বর্তমান সরকারের অধীনে নির্বাচন প্রত্যাখ্যানের অংশ হিসেবে বিএনপি দলীয়ভাবে কাউকে মনোনয়ন দেয়নি।

শাহ নূর ইসলাম রনির বাবা নুরুল ইসলাম সরকার কেন্দ্রীয় যুবদলের সাবেক যুব ও শিল্পবিষয়ক সম্পাদক। তিনি টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন।

শাহ নূর ইসলাম রনি সাংবাদিকদের বলেন, আমার বাবা বিএনপির ত্যাগী নেতা ছিলেন। আমি তার পক্ষ হয়ে জনগণের জন্য কাজ করতে চাই।

তিনি আরও বলেন, আমি বিএনপির একজন কর্মী। দলে আমার কোন পদ-পদবি নেই। আশা করছি, বিএনপির সব ভোটার ও কর্মী–সমর্থকদের পাশে পাব।

আরও খবর