শ্রীপুরে প্রধানমন্ত্রীকে কটূক্তি : মালেককে গ্রেফতারের দাবি
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে কটূক্তির প্রতিবাদে কর্মসূচি অব্যাহত রয়েছে।
তবে সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করলেও উপজেলা বা পৌর আওয়ামী লীগের কোন কর্মসূচির খবর পাওয়া যায়নি।
শনিবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে ও দুপুরে পৌর ছাত্রলীগের উদ্যোগে শহরে প্রতিবাদ সভা হয়।
এতে সভাপতি সফিকুর রহমান সফিকের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজীবের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ।
বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সভাপতি খন্দকার মাহমুদুল হাসান শিপুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, সোহেল রানা, বরমী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মজিবুর রহমান, রাজাবাড়ী ইউনিয়নের আহ্বায়ক মিজানুর রহমান সিনহা, গাজীপুর ইউনিয়নের সভাপতি মাসুদ পারভেজ রুবেল, মাওনা ইউনিয়নের সভাপতি সবুজ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতারের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজহার হোসেন জানান, মালেককে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। সম্ভাব্য স্থানগুলোতে কয়েকবার অভিযান চালানো হয়েছে।
গত ২০ মে রাতে হৃদয়ে বাংলাদেশ নামের আইডি থেকে পোস্ট দেওয়া প্রধানমন্ত্রীর শৈশবের ছবিতে ‘সারা বিশ্বের শ্রেষ্ঠ ডায়নী’ বলে মন্তব্য করা হয়।
এটি ফেসবুকে ভাইরাল হলে গত বৃহস্পতিবার রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নাসির উদ্দিন জর্জ বাদী হয়ে থানায় ৫৭ ধারায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত আবদুল মালেক মাইটিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশের শ্রীপুর প্রতিনিধি এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।