মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘সত্যের পথে’

সত্যের পথে

-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি

অবুঝ শিশু কাঁদে বুলেটের মুখে

জাগো  সত্যের পথিক জাগো
তুমি কি দেখে ভয়ে কাঁপ?
তুমিতো আছ সৃষ্টির ছায়াতলে
সৃষ্টিকর্তার বিধানমূলে
ভয় কী তোমার পথ চলার

সত্যের সাথে অসত্যের বিরুদ্ধে
আজি যুদ্ধ কর অস্ত্র ধরে।
মায়ানমার হতে জেরুজালেম
বৌদ্ধ-খিষ্ট্রান-ইহুদির হাতে
মুসলমান আজি নির্বিচারে কাঁদে।
আজি নির্দোষ মুসলিম বুলেটের মুখে

শিশু-নারী-নিরীহ জনতা
স্বদেশ ছেড়ে তারা শরণার্থী শিবিরে
নিরস্ত্র হাতে স্বদেশের বুকে কাঁদে।

মুসলিম জাতি বিশ্বের বুকে
আজ কেন আছ মুখ বুজে
জাগ্রত হও জাতি এক সাথে
অস্ত্র ধর অসত্যের বিরুদ্ধে।

তুমিতো জঙ্গি না
তুমি পথ চল ধর্মমূলে
তবে তুমি মৌলবাদ
ধর্মের নীতিতে চলা তোমার কাজ।
তুমিতো উগ্রবাদ না
তুমি খুঁজ শান্তির পথ।
আজি ওরা অশান্তির পথে
বাঁকা পথে সুখ খুঁজে
বিশৃঙ্খল বাঁধিয়া ফায়দা লুটে।

আজি অস্ত্র ধর এক সাথে

মুসলিম তোমরা জাগ্রত হও

চল হাতে হাত রেখে।

আরও খবর