কাপাসিয়ায় নির্যাতিত সহিদুল্লার মামলা নিচ্ছে না পুলিশ
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় হামলার শিকার এক আওয়ামী লীগ নেতার মামলা নিচ্ছে না পুলিশ।
ভুক্তভোগী মো. সহিদুল্লা (৬৫) উপজেলার কড়িহাতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
খোঁজ নিয়ে জানা যায়, ইকুরিয়া এলাকার সহিদুল্লা পরিবারের জমি প্রতিবেশী আসকর আলী গং দখলের পাঁয়তারা করছে। তারা উপজেলা ভূমি অফিসের রায়ও মানছেন না।
প্রতিপক্ষ গত ৭ এপ্রিল জমি থেকে জোর করে মাটি কেটে নিলে থানায় অভিযোগ দেওয়া হয়। পরদিন এসআই মেহেদী হাসান তদন্তে যান।
এতে ক্ষিপ্ত হয়ে ছাদির মিয়ার ছেলে শাহীনের নেতৃত্বে হামলা চালিয়ে সহিদুল্লাহকে জখম করা হয়। পরে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অপর অভিযুক্তরা হলেন আসকর আলীর স্ত্রী নূর বেগম, ছাদির মিয়া, তার স্ত্রী হামিদা বেগম, আবুল হাসেম ওরফে কালা চাঁন, তার স্ত্রী হাকিয়া বেগম ও ছেলে রফিকুল ইসলাম।
সহিদুল্লার ছেলে নজরুল ইসলাম বলেন, আমাদের নামে খারিজ ও এসিল্যান্ডের রায় আছে। এরপরও পুলিশ আপোসের কথা বলে বারবার তারিখ দিয়ে হয়রানি করছে।
তিনি আরও বলেন, আমার বাবাকে রক্তাক্ত করা হলেও ওসি মামলা নিচ্ছেন না। পুলিশ সুপার শামসুন্নাহার নিজে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও কোন কাজ হয়নি।
এ ব্যাপারে ওসি রফিকুল ইসলাম আলোকিত নিউজকে বলেন, অনেক চেষ্টা করে একটা সমাধানে গেলেও সহিদুল্লাহ মানেননি। তাই আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি।