গাজীপুরে আবাসিক হোটেলে তরুণীকে হত্যা, গ্রেফতার ৩
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে আবাসিক হোটেলে তরুণীকে হত্যার পাঁচ বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই।
চাঞ্চল্যকর এই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন ময়মনসিংহের গৌরীপুরের পালোহাটি গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে জিয়াউর রহমান ওরফে সুমন (৪৫), ত্রিশালের আমিরবাড়ী গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে কামরুল হাসান সবুজ (৩৮) ও মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর রাউৎভোগ গ্রামের আয়নাল ফকিরের ছেলে আমির হোসেন ফকির (৩৩)।
২০১৮ সালের ১৯ এপ্রিল রাতে সদর উপজেলার হোতাপাড়া এলাকার বৈশাখী আবাসিক হোটেলে অজ্ঞাত পরিচয় এক তরুণীকে (২৫) হত্যার পর লাশ ড্রামে ভরে স্টোর রুমে লুকিয়ে রাখা হয়।
এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ১০০।
বুধবার জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, বৈশাখী হোটেলে নারীদের দিয়ে অনৈতিক কাজ করা হত। হোটেলের কর্মচারীরা ওই তরুণীর সাথে জোরপূর্বক অনৈতিক সম্পর্ক করতে চাইলে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনাটি জেনে হোটেল মালিক ইকবাল হোসেন লাশ ড্রামে ভরে হোটেলের পেছনের খালি জায়গায় পুঁতে রাখতে বলেন।
পরে কর্মচারীরা সেটি করতে না পেরে লাশ স্টোর রুমে রেখে পালিয়ে যান। নিহতের পরিচয় পাঁচ বছরেও পাওয়া যায়নি।