আফগানিস্তানে ভয়াবহ হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৯০
ডেস্ক নিউজ : আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জন হয়েছে।
এতে আহত হয়েছেন দেড় শতাধিক। হতাহতদের মধ্যে ১৩ মার্কিন সেনা সদস্য ও আফগান নারী-শিশু রয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনা দুটি ঘটে। তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার ১০ দিন পর এই হতাহতের ঘটনা ঘটল।
শুক্রবার বিবিসির খবরে বলা হয়, জঙ্গিগোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করেছে। হামলায় তালেবানের অন্তত ২৮ জন নিহত হয়েছেন।