‘বঙ্গবন্ধু কবি নজরুলকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করেন’

আলোকিত প্রতিবেদক : নজরুল বিশেষজ্ঞ ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু কবি নজরুলকে ভীষণ ভালোবাসতেন এবং তার সৃষ্টিকর্ম দ্বারা অনুপ্রাণিত হতেন।

তিনি বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু কবিকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। নজরুলের বিদ্রোহী কবিতার মাধ্যমে বাংলা কবিতার মোড় পরিবর্তন ঘটে।

শুক্রবার জাতীয় কবির ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় রফিকুল ইসলাম এসব কথা বলেন।

ঢাবির বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হকের সঞ্চালনায় উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের অফুরান প্রেরণার উৎস।

তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তার প্রাসঙ্গিকতা সব সময় রয়েছে। কবির চেতনা ও দর্শন চিরঞ্জীব।

আরও খবর