ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা-ট্রলার সংঘর্ষ, ১৯ লাশ উদ্ধার

আলোকিত প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার পত্তন ইউনিয়নের লইছকা বিলে বালুবাহী ট্রলারের সাথে নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, চম্পকনগর ঘাট থেকে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা জেলা সদরের উদ্দেশে রওনা হয়। পথে তিতাস নদের লইছকা বিলে বালুবাহী ট্রলারের সাথে নৌকাটির সংঘর্ষ হয়।

এ সময় পেছনে থাকা আরেকটি বালুবাহী ট্রলারও নৌকাটিতে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকা উল্টে ডুবে যায়।

নৌকাটিতে অনেক যাত্রী ছিল। ঘটনার পর প্রথম ট্রলারটি দ্রুত পালিয়ে যায়।

লোকজন দুটি শিশু, এক তরুণ ও আট নারীসহ ১৯ জনের লাশ উদ্ধার করেছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান জানান, নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আরও খবর