বইয়ের বোঝা থেকে মুক্তি দেওয়া প্রয়োজন : অর্থমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমার মনে হয়, ২০৪০ সালের পরিবর্তে আমরা ২০২০ সালের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করতে পারব।

তিনি বলেন, আমাদের যুব সমাজ ও আইসিটি সংশ্লিষ্টরা এটাকে খুব ভালভাবে গ্রহণ করেছে। তারা যেভাবে আমাদের এগিয়ে নিয়ে গেছে, এটা আমাদের চিন্তার বাইরে ছিল।

মঙ্গলবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিজয় ডিজিটাল ও নেটিজেন আইটির আয়োজনে ডিজিটাল শিক্ষা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যে বইয়ের বোঝা নিয়ে স্কুলে যায়, এটা থেকে তাদের মুক্তি দেওয়া প্রয়োজন। ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় বিষয়টিতে জোর দেওয়া হয়েছে।

বেসিসের সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ ইস্রাফিল আলম, শিক্ষা সচিব সোহরাব হোসাইন, নেটিজেন আইটির ব্যবস্থাপনা পরিচালক রায়হান নোবেল প্রমুখ।

সম্মেলনে দেশের প্রত্যেকটি জেলা ও উপজেলা থেকে প্রতিষ্ঠান দুটির প্রায় এক হাজার  প্রতিনিধি অংশগ্রহণ করেন।

আরও খবর