গাজীপুরে বিদ্যুতের সরকারি সংযোগে ইলেকট্রিশিয়ান সালাউদ্দিনের ধান্ধাবাজি

আলোকিত প্রতিবেদক : গাজীপুর মহানগরীর গজারিয়া পাড়ায় বিদ্যুতের একটি নতুন সংযোগের কাজ চলছে।

এলাকার সাহেব আলীর বাড়ি থেকে গজারিয়া পাড়া মাদ্রাসার পাশের রশিদের বাড়ি পর্যন্ত ওই সংযোগটি সরকারিভাবে হচ্ছে।

এতে খুঁটি বসেছে ছয়টি। গ্রাহক ১৪ জন।

এই সংযোগকে ঘিরে দালালি করছেন রাজেন্দ্রপুরের ইলেকট্রিশিয়ান সালাউদ্দিন।

তিনি পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান পরিচয়ে দ্রুত কাজ করার কথা বলে জনসাধারণের কাছ থেকে টাকা হাতাচ্ছেন।

একাধিক গ্রাহক জানান, সালাউদ্দিন বলেছেন, দুই লাখ টাকা লাগবে। মিটারসহ সব তিনি করে দিবেন। অফিসারদের টাকা না দিলে কাজ আটকে যাবে।

সালাউদ্দিনের কথার টোপে গ্রাহকরা ইতিমধ্যে তার হাতে দুই দফায় অন্তত এক লাখ ১০ হাজার টাকা তুলে দিয়েছেন। লেনদেনের স্বীকারোক্তিমূলক ভিডিও আলোকিত নিউজের কাছে আছে।

বিষয়টি নিয়ে অভিযুক্ত সালাউদ্দিনের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আমি টাকা নিইনি। আমার চাচাতো ভাই সাংবাদিক।

পরে ওই সাংবাদিক ফোন করে বলেন, সালাউদ্দিন আমাদের লোক। কিছু করে খায়।

রাজেন্দ্রপুর জোনাল অফিসের এজিএম শাহিনা আক্তার আলোকিত নিউজকে বলেন, সালাউদ্দিন আমাদের তালিকাভুক্ত ইলেকট্রিশিয়ান। আপনি বিষয়টি ডিজিএমকে জানান।

এ ব্যাপারে ডিজিএম খোন্দকার মাহমুদুল হাসানকে একাধিকবার ফোন করলেও তিনি কল ধরেননি।

আরও খবর