ডিজিটাল আইনের অপব্যবহার হলে গুরুত্ব দিয়ে দেখব : মোস্তাফা জব্বার

আলোকিত প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল আইনের অপব্যবহার হয়। কিন্তু এর অপব্যবহার হওয়া উচিত নয়।

তিনি বলেন, যারা এটি প্রয়োগের সঙ্গে যুক্ত, তারা সচেতন থাকলে অপব্যবহার হবে না। তবে আমাদের কাছে অভিযোগ এলে গুরুত্ব দিয়ে দেখব।

বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে সংকটাপন্ন অবস্থায় আছি। আমরা যত ডিজিটাল হচ্ছি, ততই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছি।

মন্ত্রী আরও বলেন, কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনায় সরকার ৩০০টি লিংকের বিরুদ্ধে ফেসবুকের কাছে রিপোর্ট করে। সেগুলোর মধ্যে ২৬৪টি বন্ধ হয়েছে।

আরও খবর