গাজীপুরে ভাওয়াল সাহিত্য পরিষদের বর্ষপূর্তি উদযাপিত
মেহেদী হাসান সবুজ : গাজীপুরে উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সৃজনের আলো হোক প্রতিবাদের হিরণ্ময় হাতিয়ার-এই শ্লোগানে ভাওয়াল সাহিত্য পরিষদের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সদর উপজেলার নলজানি এলাকার শিশির বিন্দু রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উন্মোচন করা হয় ভাওয়াল সাময়িকী শালপত্র ও শাহরিয়ার মামুনের ‘পথ নিয়ে এসেছে ভুল দরজায়’ কাব্যগ্রন্থের মোড়ক।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কবি শাহান সাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যাপক অসীম বিভাকর।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুরের পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক আহাম্মাদুল কবির।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, ভাওয়াল কলেজের অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত চৌধুরী, পিয়ার আলী কলেজের উপাধ্যক্ষ আক্কাস আলী, কবি মুহসীন মুনীর, অ্যাডভোকেট বাবুল হোসেন খান প্রমুখ।