মিয়ানমারে এক দিনে ৩০ রোহিঙ্গাকে হত্যা

আলোকিত প্রতিবেদক : মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতন চলছেই।

শনিবার ঢাকা ও ইয়াঙ্গুনের কূটনৈতিক সূত্রগুলো সাংবাদিকদের জানায়, শুক্রবার সেনাবাহিনীর একটি দল রাখাইন রাজ্যের হাতিপাড়ায় অভিযান চালিয়েছে।

এ সময় ২৫-৩০ জন রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। গুলিতে গুরুতর আহত হয়েছে ৩৫-৪০ জন।

রাজ্যটিতে সাম্প্রতিক অভিযানে এক দিনে সর্বোচ্চ হতাহতের ঘটনা এটি।

এদিকে হাতিপাড়ায় সেনাবাহিনীর নতুন অভিযান শুরুর পর থেকে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের জন্য রোহিঙ্গাদের উপস্থিতি বেড়েছে।

শনিবারও রোহিঙ্গাদের হত্যার খবর জানিয়েছেন সেখান থেকে পালিয়ে আসা লোকজন।

আরও খবর