সিরাজগঞ্জে ৪ নারী জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির চার নারী সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
রবিবার তাদেরকে জেলা কারাগার থেকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।
পরে বিচারক মো. জাফরোল হাসান তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন সলঙ্গার বাদুল্লাপুর গ্রামের নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুরের ক্ষুদ্র ফুলকোটের হাবিবা আক্তার মিশু (১৮), পরানবাড়ীয়া গ্রামের রুমানা আক্তার রুমা (২১) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের বোচাগঞ্জ গ্রামের রুমানা বেগম (১৯)।
জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৩ জুলাই রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর এলাকা থেকে জিহাদি বই, ককটেল ও গ্রেনেড তৈরির সরঞ্জামসহ ওই চার নারীকে গ্রেফতার করে ডিবি।