শ্রীপুরে মনোনয়নপত্র জমা দিলেন সবুজসহ ৯ জন
সাদেক মিয়া, শ্রীপুর : বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রায় ৩০ বছর পর গাজীপুর-৩ আসনে প্রার্থী পরিবর্তন করায় জেলায় আলোচনা প্রাধান্য পাচ্ছে।
মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন সবুজ সহকারী রিটার্নিং অফিসার রেহেনা আকতারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম প্রধান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, পৌর মেয়র আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন, আলমগীর হোসেন, যুবলীগ নেতা আবুল হোসেন, মাহবুবুর রহমান, অ্যাডভোকেট নজরুল ইসলাম, নূরুল ইসলাম মিষ্টার প্রমুখ।
এ ছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির এম এম রফিকুল ইসলাম, সিরাজ উদ্দিন কাইয়া, শাহজাহান ফকির, জাতীয় পার্টির আফতাব উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের রহমত উল্লাহ, জাকের পার্টির নাসির উদ্দিন, জাসদের জহিরুল হক মন্ডল ও বাসদের মফিজ উদ্দিন।
উল্লেখ্য, শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়াল গড় ও পিরুজালী ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন-৩ গঠিত।
শিল্প কারখানা বেষ্টিত এই আসনটিতে মোট ভোটার চার লাখ ৩৬ হাজার ৭২০ জন।
তাদের মধ্যে দুই লাখ ১৭ হাজার ৮৯ জন পুরুষ ও দুই লাখ ১৯ হাজার ৬৩২ জন নারী।