সমাবেশে ‘নারী নির্যাতনমুক্ত শ্রীপুর’ দাবি

সাদেক মিয়া, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে নৌকা প্রতীকের পক্ষে নারী সমাবেশ হয়েছে।

প্যান্ডেলের তিন হাজার চেয়ার ছাড়িয়ে দাঁড়িয়ে থেকেও কথা শুনছিলেন অনেকে।

এ সময় নেত্রীদের বক্তব্যে ওঠে আসে নারী নির্যাতনমুক্ত শ্রীপুরের দাবি।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সাতখামাইর উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়।

এতে সালমা লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন সবুজের স্ত্রী নিগার সুলতানা ঝুমা।

বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আনিছুর রহমানের স্ত্রী ফাতেমা রহমান।

বরমীর ডালেশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কানিজ ফাতেমা বলেন, আমাদের দাবি, নারী নির্যাতনমুক্ত উপজেলা।

প্রধান অতিথি বলেন, মহাজোটের প্রার্থী নারীদের দাবির প্রতি যত্নশীল। তিনি অবশ্যই নারীদের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী কাউন্সিলর বুলবুলি, আফরোজা আক্তার, রোজী সুলতানা প্রমুখ।

আরও খবর