বুদ্ধিজীবীদের ‘নির্বোধ’ বলে এবার ৩০ লাখ শহীদের নাম প্রকাশের দাবি গয়েশ্বরের
নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গত ২৫ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের ‘নির্বোধ’ বলে মন্তব্য করেছিলেন।
এবার তিনি মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের নাম প্রকাশের দাবি জানিয়েছেন।
বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি ওই দাবি জানান।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, সত্য কথায় রাষ্ট্রদ্রোহিতা, আর মিথ্যা কথা বললে দেশপ্রেম-এই নীতিতে বিশ্বাস করি না। ইতিহাস সঠিকভাবে লিখতে হয়।
তিনি বলেন, কে কত লাখ বলল, এটা বড় কথা নয়। গুনে গুনে ৩০ লাখ শহীদের নাম পত্রিকায় প্রকাশ করুন। তারপর খালেদা জিয়ার বিরুদ্ধে যত পারেন মামলা করেন।