শ্রীপুরে ডিবি পুলিশকে পেটানোর ঘটনায় ৭০ জনের বিরুদ্ধে মামলা
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় চাঁদাবাজির প্রতিবাদে ডিবি পুলিশের চারজনকে মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে।
গাজীপুর ডিবির এসআই খায়রুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় মামলাটি করেন।
বুধবার সন্ধ্যার ওই ঘটনার পর রাতেই তাকেসহ চারজনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। এতে বলা হয়, বাদী শ্রীপুর থানার একটি মামলার তদন্তে ফোর্সসহ মাওনা চৌরাস্তায় যান। সেখানে আল-আমিন মুড়ি মিলের কাছে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক হস্তান্তর করবে বলে গোপন সংবাদ পান।
এ সময় প্রকৃতির ডাকে তিনি ফোর্সসহ মুড়ির মিলে যান। পাঁচ-ছয় মিনিট পর তারা জানতে পারেন কমপক্ষে ৭০ জন অজ্ঞাতনামা লোক বাইরে তাদের মাইক্রোবাস ভাঙচুর করছে। গাড়ির চালক আফজাল হোসেন ও হেলপার হাবিবুল্লাহকে পিটিয়ে আহত করা হয়। এতে গাড়ির ইঞ্জিন পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এ ব্যাপারে আল-আমিন মুড়ি মিলের মালিক আবুল কালাম বলেন, হয়রানির উদ্দেশে মামলাটি করা হয়েছে। অজ্ঞাতনামা দিয়ে যাকে খুশি তাকে ধরে পুলিশ নানা হয়রানি করবে। মামলায় প্রকৃতির ডাকে কাজ সারার কথা বলে প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের কাছে সিসি ক্যামেরার ফুটেজ আছে। ফুটেজই আসল ঘটনা প্রমাণ করবে।