টেস্টে ফেল করলে বোর্ড পরীক্ষা দেওয়া যাবে না

আলোকিত প্রতিবেদক : এসএসসি ও এইচএসসি স্তরে টেস্টে ফেল করলে বোর্ড পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, বোর্ড পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত টেস্টের খাতা সংরক্ষণের জন্য প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি তত্ত্বাবধান করা হবে।

এই পরিপত্রের পর কোন শিক্ষার্থী যদি এক বিষয়েও ফেল করে, তাহলে বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে না।

এর আগে টেস্টে ফেল করলেও জরিমানা নিয়ে বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হত।

আরও খবর