মুসলিম অভিবাসীর পায়ে চুম্বন করে দৃষ্টান্ত স্থাপন করলেন পোপ
ডেস্ক নিউজ : খ্রিষ্টানদের ইস্টার সানডে উপলক্ষে এক অনন্য ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস।
তিনি মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান ধর্মাবলম্বী কয়েকজন অভিবাসীর পা ধুয়ে দেন। এ সময় তাদের পায়ে চুম্বনও করেন এই ক্যাথলিক নেতা।
তার এমন উদারতায় বইছে প্রশংসার ঝড়।
দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, ইতালির রাজধানী রোমের শহর ক্যাসতেলনুয়োভো ডি পোর্তোতের শরণার্থী শিবিরে আয়োজিত অনুষ্ঠানে পোপ ওই দৃষ্টান্ত স্থাপন করেন।
এ সময় তিনি বলেন, আমাদের আলাদা আলাদা ধর্ম ও সংস্কৃতি রয়েছে। কিন্তু আমরা সবাই ভাই ভাই এবং সবাই শান্তিতে বাস করতে চাই।
তার এ বক্তব্যে অনেক শরণার্থী কান্নায় ভেঙে পড়েন।
পরে পোপ তাদের সামনে হাঁটু গেড়ে বসে পিতলের কলস থেকে পানি ঢেলে পা ধুয়ে মুছে দেন এবং পায়ে চুম্বন করেন।