গাজীপুরে ছাত্র সমাজের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিবৃতি
২৭ মার্চ জাতীয় ছাত্র সমাজের ৩৫তম জন্মদিন। এ উপলক্ষে ছাত্র সমাজের জেলার আহ্বায়ক সাইদুর রহমান মোড়ল ও সদস্যসচিব আতিকুজ্জামান চৌধুরী যৌথ বিবৃতি দিয়েছেন।
এতে তারা বিভিন্ন উপজেলা, পৌরসভা ও কলেজসহ সকল ইউনিটের নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস, সমৃদ্ধির আগামী, গণতন্ত্রের মুক্তি, সম্ভাবনার গাজীপুর ও তারুণ্যের অগ্রযাত্রায় আমরা, এই জেলার শিক্ষার্থীরা।
প্রিয় সংগঠন ছাত্র সমাজ গৌরব, ঐতিহ্য আর সংগ্রামের ৩৫ বছরে পা দিয়েছে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের হাতে তৈরি শিক্ষা, শান্তি, উন্নয়ন ও প্রগতির চার তারকা খচিত এই সংগঠন।
জেলার সাবেক ছাত্রনেতা মুকুল, মোফাজ্জল হোসেন, নুরুল ইসলাম দিপু, তৌহিদুল ইসলাম টিপু, মাসুদুল ইসলাম মাসুদ, হাসান সারোয়ার সুজন ও দেওয়ান আবদুস সালাম বাবুর নেতৃত্বে ছাত্র সমাজ সুসংগঠিত ছিল।
নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর নেতৃত্বে প্রগতির পথে হেঁটে চলছি আমরা। হাঁটতে হাঁটতে আমরা সমৃদ্ধির শীর্ষে যেতে চাই।
-সংবাদ বিজ্ঞপ্তি।