মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘ক্ষুধার্ত’
ক্ষুধার্ত
-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি
মা আমার পঙ্গু
বাবা অনেক আগে চলে গেছে
মাকে ছেড়ে কথাগুলো বলছিল
১০ বছরের একটি ছেলে।
আমি ক্ষুধার্ত, আমি অনাহারে
আজি চলছি আমি পথে পথে।
হাঁড়িতে চাল ওঠে না দুদিন হল
ক্ষুধার জ্বালায় ছটফট করছে মা
নির্বাক পৃথিবী তোমরা বল
হাজার মানুষের ভিড়ে
দেখার নেই কেউ একটু ফিরে।
অনাহারে মনের সাথে যুদ্ধ করে
আমি চলছি মুখ বুঝিয়ে
পথের ধারে ভাঙা ঘরে
ক্ষুধার জ্বালায় মা যে মরে।
তোমরা যারা বাস কর অট্টালিকার ঘরে
একটু ফিরে দেখে যাও
পলিথিনের ছাউনি দেওয়া কুঁড়েঘর
তোমাদের ফেলে যাওয়া ঝুটা তুলে
পথ চলছি ক্ষুধা ভুলে।
আমি ক্ষুধার্ত, তবুও স্বপ্ন দেখি
মা ও মাটির তরে
মায়ের মুখে হাসি ফুটাব বলে
তোমরা যদি থাক মোদের পাশে।