কালিয়াকৈরে উচ্ছেদ অভিযান, অর্ধকোটি টাকার বনভূমি উদ্ধার
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে উচ্ছেদ অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।
কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিটের বিশ্বাসপাড়া এলাকায় সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ সময় ভেকু দিয়ে একটি আধা পাকা বাড়ি ও পাঁচটি দোকান গুঁড়িয়ে প্রায় ১০ শতাংশ বনভূমি উদ্ধার করা হয়।
রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন জানান, বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিমের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। বন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহকারী বন সংরক্ষক রেজাউল আলম, বিট কর্মকর্তা নূর মোহাম্মদ ও বনপ্রহরীরা সহযোগিতা করেন।