৩০৪ কোটি টাকা আত্মসাৎ : ম্যাক্সিমের চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
আলোকিত প্রতিবেদক : গ্রাহকদের সাথে প্রতারণা করে ৩০৪ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ মামলায় ম্যাক্সিম ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও এমডিসহ ২১ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার কমিশন তাতে অনুমোদন দেয় বলে দুদকের জনসংযোগ বিভাগ জানায়।
আসামিরা হলেন : ম্যাক্সিমের চেয়ারম্যান মফিজুল হক, এমডি হাবিবুর রহমান, পরিচালক হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, খায়রুল বাশার সজল, হান্নান সরকার, শরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, ওলিয়ার রহমান, ফজলুর রহমান, আসাদুজ্জামান তপন, সোলাইমান সরোয়ার, হারুন অর রশিদ, আবদুল্লাহ আল মেহেদী, জাহিদুল ইসলাম, মনোয়ার হোসেন, এম এ সাদী, আসলাম হোসাইন, মেহেদী হাসান মোজাফফর, ইমতিয়াজ হোসেন কাউসার ও মিজানুর রহমান।
২০১৪ সালের মে মাসে দুদকের উপ-পরিচালক নূর হোসেন খান বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন।