বিসিএস ও চাকরির নিয়োগে সাধারণ জ্ঞান

বিসিএস ও চাকরির নিয়োগ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানবিষয়ক প্রশ্নোত্তর :

১. আজাদ প্রাসাদ কোথায় অবস্থিত?

উত্তর : পর্তুগালের লিসবনে।

২. মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : নওয়াব আবদুল লতিফ।

৩. নজরুল মঞ্চ কোথায় অবস্থিত?

উত্তর : বাংলা একাডেমী প্রাঙ্গণে।

৪. রূপসী বাংলাদেশ কোন এলাকাকে ঘোষণা করা হয়েছে?

উত্তর : সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।

৫. বাংলা মুদ্রাক্ষরের জনক কে?

উত্তর : চার্লস উইলকিনস।

৬. বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি?

উত্তর : উত্তরাধিকার।

৭. গ্রেট মস্ক অব জেনি কোন মহাদেশে অবস্থিত?

উত্তর : এশিয়ায়।

৮. স্টেট ডুমা কোন দেশের আইনসভা?

উত্তর : রাশিয়ার।

৯. বাঙালি ও যমুনা নদীর সংযোগ হয়েছে কোথায়?

উত্তর : বগুড়ায়।

১০. রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে দায়িত্ব পালন করেন?

উত্তর : সংসদের স্পিকার।

১১. আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?

উত্তর : ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।

১২. আফ্রিকা ইউরোপ মহাদেশের চেয়ে কত গুন বড়?

উত্তর : আড়াই গুন।

১৩. ইতিহাস শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?

উত্তর : ইতিহ থেকে।

সংগ্রহ : সেলিম ফরাজী।

আরও খবর