শেখ হাসিনা ছাড়া একাত্তরের ঘাতকদের বিচার সম্ভব হত না : খাদ্যমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা ছাড়া একাত্তরের ঘাতকদের বিচার করা সম্ভব হত না। এই বিচারের মান নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু নেদারল্যান্ডসের হেগে জামায়াতের হেরে যাওয়ার মাধ্যমে এই বিচারের স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান প্রমাণিত হয়েছে।

একই সাথে দন্ড কার্যকরের পর পাকিস্তান সরকারের প্রতিক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হয় এই বিচার স্বচ্ছ হয়েছে।

তিনি বলেন, মুসলমানদের শত্রু ইহুদিদের সাথে মিলে শেখ হাসিনার সরকারকে হটানোর ষড়যন্ত্র হয়েছে। মোসাদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে ফিলিস্তিন বানানোর চেষ্টা চলছে।

যারা বাংলাদেশের শক্তিশালী অর্থনীতি দেখতে চায় না, তাদের সাথে মিলে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। আর এসব ষড়যন্ত্রের মূলে রয়েছে যুদ্ধাপরাধীদের চলমান বিচার প্রক্রিয়াকে বন্ধ করে দেওয়া।

শনিবার ঢাকা ক্লাবে ‘আবদুল কাদের মোল্লা : যুদ্ধাপরাধ, বিচার ও ফাঁসি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

বইটি লিখেছেন সোনিয়া হক ও সৈয়দ জাহিদ হোসেন।

আরও খবর