গাজীপুরে ‘৫০ হাজার টাকা করে’ জামানত হারাচ্ছেন ৬ মেয়র প্রার্থী

আলোকিত প্রতিবেদক : ভোট কম পাওয়ায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ছয় মেয়র প্রার্থী জামানত হারাচ্ছেন।

তারা হলেন জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, বিএনপি পরিবারের সরকার শাহনূর ইসলাম রনি, ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির রাজু আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ।

জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সিটি নির্বাচনে বিধি অনুযায়ী একজন প্রার্থীকে প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট পেতে হয়। ওই প্রার্থীরা এর চেয়ে কম ভোট পেয়েছেন।

তাদের মধ্যে গাজী আতাউর রহমান পেয়েছেন ৪৫ হাজার ৩৫২ ভোট, সরকার শাহনূর ইসলাম রনি পেয়েছেন ২৩ হাজার ২৬৫ ভোট, আতিকুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৯৭৬ ভোট, নিয়াজ উদ্দিন পেয়েছেন ১৬ হাজার ৩৬২ ভোট, রাজু আহমেদ পেয়েছেন সাত হাজার ২০৬ ভোট ও হারুন অর রশিদ পেয়েছেন দুই হাজার ৪২৬ ভোট।

স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা অনুযায়ী, ভোটার সংখ্যা ১০ লাখের অধিক হলে মেয়র পদে একজন প্রার্থীর জামানত ৫০ হাজার টাকা। গাজীপুরে মোট ভোটার ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র পদে বিজয়ী হয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।

নগরীর ৫৭টি ওয়ার্ডে ভোট পড়েছে পাঁচ লাখ ৭৫ হাজার ৫০টি। যা মোট ভোটের ৪৮ দশমিক ৭৬ শতাংশ।

আরও খবর