শ্রীপুরে ড্রাগন চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে
আতাউর রহমান সোহেল, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে পুষ্টিগুণ সমৃদ্ধ ও উচ্চ ফলনশীল ড্রাগন চাষে আগ্রহ বাড়ছে।
উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে নূরে আলম দুই বছর আগে এক বিঘা জমিতে আড়াই লাখ টাকা ব্যয়ে ড্রাগন বাগান করেন।
তিনি আলোকিত নিউজকে জানান, কৃষি বিভাগের সহায়তায় প্রথমে ড্রাগনের ২০০ চারা রোপণ করেন। বর্তমানে প্রায় ৪০০ ফল বিক্রির উপযোগী হচ্ছে।
তার বাগানে দুই জাতের ড্রাগন ফল রয়েছে। একটির ভেতরে মেজেন্ডা লাল, অন্যটির ভেতরে সাদা।
বাজারে প্রতি কেজি ফলের দাম ৪০০ টাকা। দুই-তিনটি ফলে ওজন এক কেজি হয়।
ফলের পাশাপাশি বাগানে রয়েছে হাজার খানেক দৃষ্টিনন্দন ড্রাগন ফুল। এই ফুল থেকে ফল আসতে সময় লাগে ৪৫ দিন।
নূরে আলম ড্রাগন গাছের ফাঁকে ফাঁকে শতাধিক পেঁপে গাছও রোপণ করেছেন। এ পর্যন্ত বিক্রি করেছেন অর্ধলক্ষাধিক টাকার পেঁপে।
তিনি ড্রাগনের চারাও বিক্রি করছেন। প্রতিটি চারার দাম ২৫-৩০ টাকা।
নূরে আলম আরও জানান, ড্রাগন গাছে ছত্রাক দেখা দিলে জীবাণুনাশক স্প্রে করতে হয়। আর পচন দেখা দিলে ডাল কেটে ফেলতে হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমাইয়া সুলতানা আলোকিত নিউজকে বলেন, শ্রীপুরে এক হেক্টর জমিতে ড্রাগন বাগান রয়েছে। আমরা কৃষকদের প্রশিক্ষণ দিয়ে থাকি।