মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল পড়ল বাংলাদেশে
আলোকিত প্রতিবেদক : মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল বাংলাদেশ সীমান্তে এসে পড়েছে।
রবিবার বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের তুমব্রু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
তবে মর্টার শেল দুটি বিস্ফোরিত হয়নি। বিজিবি সেগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস সাংবাদিকদের বলেন, আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, মর্টার শেল পড়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।
তিনি আরও জানান, রাখাইন রাজ্যে ১৬-১৭ দিন ধরে সেনাবাহিনীর সাথে বিদ্রোহী আরাকান আর্মির সংঘর্ষ চলছে। গুলি ও মর্টার শেলের বিকট শব্দ শোনা যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।