প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : কালিয়াকৈরে ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা

আলোকিত প্রতিবেদক : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানবীর আহম্মেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহম্মেদ সিদ্দিকীর বিরুদ্ধে গাজীপুরের কালিয়াকৈর থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার রাতে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুর রশিদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ইরাদ সিদ্দিকী গত ২৫ সেপ্টেম্বর রাতে তার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে বলা হয়, শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।

এ ছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে ফেসবুকে পোস্ট করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোতালেব মিয়া জানান, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় মামলাটি তথ্যপ্রযুক্তি আইনে করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর