শ্রীপুরের বারতোপায় বাদাম চাষে বিপর্যয়

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে বাদাম চাষে বিপর্যয় হয়েছে।

পোকার আক্রমণ ও অতিবৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

তবে উপজেলায় বাদাম চাষের কোন খবর জানে না কৃষি বিভাগ।

কৃষকরা বলছেন, কৃষি অফিসের কেউ কখনো খোঁজ নিতে আসেননি।

মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের কৃষকরা প্রায় ১৫ বছর ধরে বাদাম চাষ করে আসছেন।

এখানকার বাদাম বীজ দেশের বিভিন্ন চরাঞ্চলে সরবরাহ করা হয়।

কৃষক শামসুল হক (৬০) আলোকিত নিউজকে জানান, তিনি এক যুগ ধরে বাদাম চাষ করছেন। চলতি বছর নিজের প্রায় ৯০ শতাংশ জমিতে চাষ করেন। প্রতি ৩৫ শতাংশে ফলন হয়েছে আড়াই মণ। গত বছর তা হয়েছিল চার মণ।

তিনি জানান, কৃষি অফিসের পরামর্শ ছাড়াই তারা এত দিন বাদাম চাষ করছেন। প্রয়োজনীয় জ্ঞান থাকলে তারা ক্ষতির মুখে পড়তেন না।

রফিকুল ইসলাম (৪২) জানান, তিনি এবার ৩৫ শতাংশ জমিতে বাদাম চাষ করেন। এতে তার খরচ পড়ে ছয় হাজার টাকা। লার্ভাজাতীয় পোকা আক্রমণ করায় খরচ উঠানোও সম্ভব নয়।

একইভাবে কৃষক আইয়ুব আলী ও কয়েদ আলী বাদাম চাষে ক্ষতির চিত্র তুলে ধরেন।

উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান আলোকিত নিউজকে বলেন, কৃষকরা যোগাযোগ করেননি। তাই কোন তথ্য নেই। মার্চ-এপ্রিল মাস বাদাম বীজ রোপণের উত্তম সময়।

আরও খবর