গাজীপুরে র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত : গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে দুজন নিহত হয়েছেন।

মহানগরীর ভোগড়া বাইপাস সড়কের পাশে যুগীতলার একটি পরিত্যক্ত বাড়িতে সোমবার গভীর রাতে অভিযান চালায় র‌্যাব-১।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান রাত দুইটার দিকে ব্রিফিং করে জানান, ওই বাড়িতে জেএমবির আস্তানা ছিল। সেখানে জঙ্গিরা সভা করত। র‌্যাব সদস্যরা জায়গাটি ঘিরে অভিযান শুরু করে।

অভিযানে দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে চারটি হাতে তৈরি গ্রেনেড, কিছু বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।

অভিযান শুরু হওয়ার পর র‌্যাবের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম জানিয়েছিলেন, জঙ্গিরা র‌্যাবকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে। র‌্যাবও পাল্টা গুলি চালিয়েছে।

তবে জয়দেবপুর থানা পুলিশ জানায়, জঙ্গি মিনহাজুল ও মাহবুব কাশিমপুর কারাগারের হাইসিকিউরিটি সেলে বন্দী ছিলেন। রবিবার দুপুরে তাদের জামিন হয়।

তারা কারাগার থেকে বের হলে র‌্যাব হেফাজতে নেয়। এরপর ওই অভিযান চলে। নিহত জঙ্গিও মিনহাজুল ও মাহবুব।