শ্রীপুরের ৮ স্বাস্থ্য কেন্দ্রে ২৪ ঘণ্টা প্রসবসেবার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার সাদিয়া আমিনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম প্রধান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক মাহবুব আলম, লাইন ডিরেক্টর ডা. মাহমুদুর রহমান, জেলা কার্যালয়ের উপ-পরিচালক মেহেরুন নেছা সিদ্দিকী, সহকারী পরিচালক ফৌজিয়া আসমত, মোস্তফা কামাল মজুমদার, পরিবার পরিকল্পনা কমকর্তা জামাল উদ্দিন, পরিদর্শক মকবুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দেশে ২০৪১ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার শূন্য শতাংশে নেমে আসবে। শ্রীপুরের আটটি কেন্দ্রে ২৪ ঘণ্টা সেবা প্রদান করা হবে।