মেট্রোরেল স্মার্ট বাংলাদেশের একটি অংশ : প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেট্রোরেল নিজেই একটি মাইলফলক। এই প্রথম বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করল বাংলাদেশ।
তিনি বলেন, আমরা যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছি, এটা তারই একটি অংশ হিসেবে কাজ করবে। এই মেট্রোরেলের ঘণ্টায় সর্বোচ্চ গতি হবে ১১০ কিলোমিটার।
বুধবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের উদ্বোধন করে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমি নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম, ঢাকাকে যানজটমুক্ত করার জন্য পদক্ষেপ নেব। আমরা ছয়টি মেট্রোরেল লাইন করার পরিকল্পনা নিয়েছি। ২০৩০ সালের মধ্যে শেষ হবে বলে আশা করছি।
প্রধানমন্ত্রী আরও বলেন, অনেক টাকা খরচ করে মেট্রোরেল করা হয়েছে। তাই যত্নবান হওয়ার পাশাপাশি সবাইকে নিয়মতান্ত্রিকভাবে মেট্রোরেল ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।