চীনা ভাষায় অনূদিত হল বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি এবার চীনা ভাষায় অনূদিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটির মোড়ক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর অনুরোধে বাংলাদেশে চীনের সাবেক রাষ্ট্রদূত চাই ঝি ও তার বন্ধুরা বইটি অনুবাদ করেন।

চাই ঝি ১৫ বছর ঢাকায় চীনা দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কারাগারে বসে বঙ্গবন্ধুর এ লেখা শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের ইতিহাসের জন্যও একটি গুরুত্বপূর্ণ দলিল।

বঙ্গবন্ধু ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফর করে তার ডায়েরিতে ভবিষ্যদ্বাণী করেছিলেন, চীন একটি অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ভবিষ্যদ্বাণী সত্যে পরিণত হয়েছে।

অনুবাদক চাই ঝি প্রধানমন্ত্রীকে জানান, চীনা সংস্করণের এই বই বিক্রির সব অর্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে দেওয়া হবে।