যশোরে পুলিশের বিরুদ্ধে ৩ হাজার ডলার ছিনতাইয়ের অভিযোগ
সারা বাংলা ডেস্ক : যশোরের ঝিকরগাছায় পুলিশ বাংলাদেশি বংশোদ্ভূত দুই সুইডিশ নাগরিকের কাছ থেকে তিন হাজার মার্কিন ডলার ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিকরগাছার পাঁচ পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, খুকুমনি পারভীন ও মিজানুর রহমান দম্পতি সুইডেনের নাগরিক। বাংলাদেশে এসে খুকুমনি গত ১ জানুয়ারি ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার তিনি বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরেন।
সেখান থেকে তিনি ও তার স্বামী ব্যক্তিগত গাড়িতে আদি বাড়ি নড়াইলের কালিয়ার উদ্দেশে রওনা হন।
যশোর-বেনাপোল মহাসড়কের পাঁচ পুকুর এলাকায় ঝিকরগাছা থানার এসআই এজাজুরসহ কয়েকজন পুলিশ সদস্য তাদের গাড়ি থামান।
এ সময় তারা গাড়ি তল্লাশির কথা বলে তাদেরকে ধমকান।
পরে তাদের কাছে থাকা তিন হাজার মার্কিন ডলার ছিনিয়ে নেওয়া হয়।
এ ব্যাপারে এসআই এজাজুর অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।