বই মানুষের মনকে ঐশ্বর্যবান করে : সোহেল তাজ

শামসুল হুদা লিটন, কাপাসিয়া : বই মানে আলো। পৃথিবীকে অশুভ মানুষের দখল থেকে মুক্ত করার হাতিয়ার হচ্ছে বই।

বই পড়লে জ্ঞান অর্জন করা যায়। জ্ঞান অর্জন করতে পারলে সমাজ-রাষ্ট্রসহ সব জায়গায় আলোকিত মানুষ হওয়া সম্ভব।

তাজউদ্দীন আহমদ এন্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের স্কুলভিত্তিক বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এসব কথা বলেন।

এ উপলক্ষে সোমবার উপজেলার তরগাঁওয়ের পালকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিমিন হোসেন রিমির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বই মানুষের মনকে ঐশ্বর্যবান করে তুলে। তোমরা যত বেশি বই পড়বে, তত ঐশ্বর্যবান হবে।

সোহেল তাজ বলেন, তোমাদের হৃদয় সুন্দর হোক, জীবন সুন্দর হোক। তোমরা যে বাংলাদেশ গড়বে, তা যেন সুন্দর হয়।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা, শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক মনজেরে আহসান মো. গোলাম কিবরিয়া প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের অন্যতম সংগঠক পারভেজ আহমেদ পাপেল।

২০১৮ সালে বইপড়া কর্মসূচিতে উপজেলার ১১টি ইউনিয়নের সাড়ে ১৪ হাজার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

বছর শেষে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রুপে উত্তীর্ণ হয় ২৩১ জন।

এবারের অনুষ্ঠানটি তাজউদ্দীন আহমদের ঘনিষ্ঠ বন্ধু মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রদূত জমির উদ্দিন আহমেদকে উৎসর্গ করা হয়।

আরও খবর