নায়ক মারুফ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত
আলোকিত প্রতিবেদক : চিত্রনায়ক কাজী মারুফ ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তারা বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অবস্থান করছেন।
চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ সাংবাদিকদের বলেন, আমার ছেলে মারুফের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে। মারুফের শরীরেও করোনার লক্ষণ দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, আমার ছেলে ও তার স্ত্রীর জন্য সবাই দোয়া করবেন। তারা যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারে।
মারুফ ২০০২ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘ইতিহাস’ ছায়াছবিতে প্রথম অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।