গাজীপুরের মাস্টারবাড়িতে ভুয়া ডাক্তার সাইদের দৌরাত্ম্য
আলোকিত প্রতিবেদক : গাজীপুর মহানগরীর মাস্টারবাড়িতে ভুয়া ডাক্তারের দৌরাত্ম্য চলছে।
ওই ডাক্তারের নাম এম এ সাইদ।
তিনি মাস্টারবাড়ি বাজারের মা মেডিকেল হলে দীর্ঘদিন ধরে রোগী দেখছেন।
একাধিক এলাকাবাসী জানান, ওই সাইদ প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত রোগী দেখেন। আর শুক্রবার রোগী দেখেন সকাল থেকে রাত পর্যন্ত। ফি নেন ২০০ টাকা করে। তার বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগও রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সাইদ চেম্বারে বসার পাশাপাশি ওয়ান স্পিনিং মিলসে চাকরি করেন। সেখানে তিনি শ্রমিকদের চিকিৎসার দায়িত্বে আছেন। ওই সূত্রে জনসাধারণ তাকে ‘বড় ডাক্তার’ মনে করেন।
সাইদের করা প্রেসক্রিপশনে দেখা যায়, তার নামের নিচে ডিগ্রি হিসেবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ডিএমএ) ব্যবহার করা হচ্ছে।
অথচ চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বিএমডিসির আইন অনুযায়ী, এমবিবিএস ব্যতীত ডাক্তার শব্দ ব্যবহার ও প্রেসক্রিপশন করা দন্ডনীয় অপরাধ।
এ ব্যাপারে এম এ সাইদের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি আলোকিত নিউজকে বলেন, আমি মিরপুর থেকে দুই বছরের কোর্স করেছি। তাদের কথায় ডাক্তার লিখি।
এক পর্যায়ে তিনি নিউজ না করার অনুরোধ জানান।